Published by Shruti Adhya Kundu,
MARKETING OFFICER OF SYCN
Taken from WHAT’S APP
="https://gmpg.org/xfn/11">
The Bengal flavour of Health Science,art and culture.
Published by Shruti Adhya Kundu,
MARKETING OFFICER OF SYCN
Taken from WHAT’S APP
🌺শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত🌺
[বিষয়ীর ঈশ্বর-ব্যাকুলতা ও ঈশ্বরলাভ-দৃঢ় হও]
(ভাবস্থ)—“এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। তা বেশ।🕉️🕉️🕉️
(ব্রাহ্মভক্তদের প্রতি)— “একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে। তবে ঈশ্বরলাভ হয়, নচেৎ হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বরলাভ করবে,
নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও, আর আড় করে খাও, মিষ্ট লাগবে।🔯 (সকলের হাস্য)
“কিন্তু দৃঢ় হতে হবে; ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানাে? যেমন খুড়ী-জেঠীর কোঁদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোন ফিটবাবু, পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, —ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এই বিষয়ীর ভাব ক্ষণিক, যেন তপ্ত লােহার উপর জলের ছিটে।🌼❣️
“একটার উপর দৃঢ় হতে হবে। ডুব দাও। না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না। জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না।”
এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে-গানে কেশবাদি ভক্তদের মন মুগ্ধ করিতেন,
সেই গান—সেই মধুর কণ্ঠে—গাইতেছেন; সকলের বােধ হইতেছে, যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন ?🌹
ডুব্ ডুব্ ডুব্ রূপসাগরে আমার মন।🌹❣️
তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন ॥❣️🌹
🌹❣️🌼🌹❣️🌼🌹❣️🌼🌹❣️🌼🌹❣️🌼
প্রণাম ঠাকুর 🌼🌹❣️
(সংগৃহীত)
Published by SHRUTI ADHYA KUNDU
Marketing officer of SYCN..