<Sri Yoga Center Kunarpur – Vedic Yoga, Indology & Cultural Research ="https://gmpg.org/xfn/11"> Sri Yoga Center Kunarpur – Vedic Yoga, Indology & Cultural Research Sri Yoga Center Ashram's Blog - The Bengal flavour of Health Science,art and culture. - Page 25

🌺🌿🌺স্বামীজীর বাণী🌺🌿🌺

Spread the love

।। কর্মরহস্য ।।

মনে কর, একজন পুরুষ একটি মেয়েকে ভালবাসে। সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায় ; তাহার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় — মেয়েটি তাহার কাছে বসুক, তাহার কাছে দাঁড়াক, তাহার ইঙ্গিতে খাওয়া-দাওয়া, চলা-ফেরা প্রভৃতি সব করুক।

সে ঐ মেয়েটির ক্রীতদাস, এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায়। ইহা ভালবাসা নয়, ইহা একপ্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালবাসার মতো দেখাইতেছে, বস্তুতঃ ইহা ভালবাসা নয়।

উহা ভালবাসা হইতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে, তবে তাহার কষ্ট হইবে। ভালবাসায় কোন দুঃখকর প্রতিক্রিয়া নাই। ভালবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে।

ভালবাসিয়া যদি আনন্দ না হয়, তবে উহা ভালবাসা নয় ; অন্য কিছুকে আমরা ভালবাসা বলিয়া ভুল করিতেছি।

যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালবাসিতে সমর্থ হইবে যে, তাহাতে কোনরূপ দুঃখ ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে।

(স্বামীজীর বাণী ও রচনা – ১ম খণ্ড – পৃষ্ঠা – ৬৩)

TAKEN FROM FACEBOOK

Published by SHRUTI ADHYA KUNDU MARKETING OFFICER OF SYCN.

 

 


Spread the love

শ্রীরামকৃষ্ণ (( ঈশ্বর লাভই জীবনের মূল লক্ষ্য ))

Spread the love

🍀🍂ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য ৷ আমরা গাড়ি-ঘোড়া, ভালো বাড়ি ইত্যাদি লাভের জন্য জন্মাইনি ৷ সাধন-ভজনের দ্বারা ভগবানকেই লাভ করতে হবে ৷ ভগবান এক জনই, কিন্তু বিভিন্ন তাঁর নাম ও রূপ ৷ দক্ষিণদেশে বিষ্ণুর ভক্ত শিবের মন্দিরে যাবে না ; আবার শিবের ভক্ত বিষ্ণুর মন্দিরে যাবে না ৷ আমাদের ক্ষুদ্র মন নিয়ে অনন্তকে কি করে বুঝব ?

 

ভগবান অতি দুর্লভ জিনিস ৷ তিনি টাকাকড়ি বা পদমর্যাদা দেখেন না ; শুধু প্রাণের কথা শোনেন ৷ তাঁর কাছে ছোট ছেলের মতো আবেদন-নিবেদন জানাবে ৷ তাঁর দয়াই আসল ৷ সাধন-ভজন একটুও করলে তিনি এগিয়ে আসেন ৷ নিজে যতটুকু পার চেষ্টা করে যাও ৷ পূর্ব দিকে যত এগোবে পশ্চিম ততই পেছনে পড়বে ৷ সংসারের আসক্তি ততই ধীরে ধীরে কমে আসবে ৷ উইপোকা দেখেছ না ? দেখতে কত ছোট, কিন্তু চেষ্টার ফলে কতবড় ‘ঢিপি’ তৈরি করে ফেলে ৷ তাই প্রয়োজন — চেষ্টা ও আন্তরিকতা ৷ জোয়ার এলে অার দাঁড় টানতে হয় না ৷ হাওয়া পেলে পাল তুললেই হলো ৷

 

ঠাকুর দয়া করে মানুষের শরীর ধরে এসেছেন ৷ তিনি পরমগুরু ৷ তাঁর মধ্যেই সব ভাব রয়েছে ৷ তাঁর স্থূল শরীর চলে গেলেও তিনি সূক্ষ্মশরীরে ভক্তহৃদয়ে এখনো রয়েছেন ৷🌷🙏

 

— স্বামী মাধবানন্দ ৷

Continue reading “শ্রীরামকৃষ্ণ (( ঈশ্বর লাভই জীবনের মূল লক্ষ্য ))”


Spread the love

শ্রীমার পূজার বিশেষত্ব

Spread the love

মাতৃ অনুধ্যান :

**************

 

শ্রীশ্রীমায়ের পূজার বৈশিষ্ট্য :

**************************

 

শ্রীশ্রীমায়ের পূজার একটি উজ্জ্বল বৈশিষ্ট্য ছিল আড়ম্বরহীনতা। পূজা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে তিন প্রকার। সাত্ত্বিক পূজায় কোন আড়ম্বরের প্রয়োজন হয় না। এই পূজায় কোন কামনা নেই, প্রেম-ভক্তিই হলো এই পূজার আসল উপকরণ। শ্রীমদ্ভগদ্ গীতায় বলা হয়েছে :

 

অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞো বিধিদৃষ্টো য ইজ্যতে।

যষ্টব্যমেবেতি মনঃ সমাধায় স সাত্ত্বিকঃ।।

 

কোনরূপ ফলের আকাঙ্খা না করে শাস্ত্রবিধি অবলম্বনে শুধু পূজার জন্য যে পূজা তাই-ই সাত্ত্বিক পূজা। ভগবান আরও বলেছেন :

 

পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি।

তদহং ভক্ত্যপহৃতমশ্নামি প্রযতাত্মনঃ।।

 

ফল, ফুল, জল, পাতা ইত্যাদি যে আমাকে ভক্তির সঙ্গে অর্পণ করে শুদ্ধচিত্ত সেই ভক্তের উপহৃত বস্তু আমি গ্রহন করি।

 

শ্রীশ্রীমায়ের পূজাও ঐরূপ ছিল। তিনি পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঠাকুরের পূজা করতেন। বেশী সময় নিয়ে জাঁকজমক করে পূজা করতেন না। ঠাকুরের আসনের নীচে কমণ্ডলুতে গঙ্গাজল থাকত। তার আশেপাশে চন্দনকাঠ, চন্দনপিঁড়ি, পঞ্চপাত্রও দু-একটি পূজার উপকরণ থাকত। শ্রীশ্রীমা সকাল প্রায় নয়টা নাগাদ সব কাজ সেরে পূজায় বসতেন। জয়রামবাটীতে ফুলের অভাবে তিনি তুলসী পাতা ও জল দিয়েই নির্দ্বিধায় পূজা করতেন। শ্রীশ্রীমা তুলসীকে অতি পবিত্র মনে করতেন। বলতেন, ” তুলসী-স্পর্শে সব শুদ্ধ হয়।”

 

তুলসী মাহাত্ম্য স্মরণ করেই হয়তো শ্রীশ্রীমা প্রতিদিন পূজার পর ঠাকুরকে নিবেদিত তুলসী প্রসাদ-স্বরূপ গ্রহন করতেন।

 

     ————স্বামী প্রমেয়ানন্দ।

TAKEN FROM FACEBOOK

PUBLISHED BY SHRUTI ADHYA KUNDU MARKETING OFFICER OF SYCN


Spread the love