শুভ দীপাবলী সবাই কে। ভারতবর্ষের পশ্চিম বঙ্গের গ্রামবাংলায় দীপান্বিতা কালীপূজা র দিনে প্রাকৃতিক পদ্ধতিতে সৃষ্ট আকাশ তুবড়ি ফাটানো হয়।একে বাংলায় মেড়াগাছ বা ইন্জলে পিন্জলেও বলা হয়ে থাকে।একটি খুব বড়ো লম্কবা টা বাঁশ নিয়ে তার উপর শুকনো তালপাতা নিয়ে একের পর এক সারিবদ্ধভাবে সাজিয়ে দ ঐ গাছের নিচে আগুন জালিয়ে দিলে একদম তুবড়ি র মতো দেখতে লাগে।এই আকাশ তুবড়িও এখন গ্রাম বাংলায় প্রায় বিরল হয়ে গেছে।