শ্রীমার কাহিনী

Spread the love

বাংলাদেশের ময়মনসিং নামক শহরের সাব জজ এবং তাঁর স্ত্রী নিজেদের কুল গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা পান।কিন্তু দীক্ষার পর থেকে শান্তির পরিবর্তে তাদের মনে অশান্তির সৃষ্টি

হয়। বন্ধুরা বলে ভগবানের নাম কর,সব ঠিক হয়ে যাবে।কিন্তু দিনে দিনে অশান্তি বেড়েই চলে। অফিস থেকে ছুটি নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করে বেড়ান দুজনে।কাশি, বৃন্দাবন,

দক্ষিণ ভারতের রামেশ্বর।এরপর পুরীতে জগন্নাথ দর্শন করে

আসেন ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে মাত্র মন্দির প্রতিষ্ঠা হয়েছে।

গৃহ প্রবেশ করে রাজা মহারাজ সেখানে অবস্থান করছেন।

ভুবনেশ্বর রামকৃষ্ণ মিশনে গিয়ে রাজা মহারাজকে সমস্ত কথা জানান তারা।সব শুনে মহারাজ বলেন,”নিশ্চয়ই মন্ত্রে

কোথাও ভুল আছে।” জজ সাহেব বলেন,”এ কথা তো এর আগে কেউ বলেনি।আপনি আমাদের বাঁচান।” এই বলে তিনি রাজা মহারাজের পায়ে ধরে মিনতি করেন,”আপনি দয়া করে মন্ত্র সংশোধন করে দিন।” রাজা মহারাজ বলেন,

“এতো আমার কাজ নয়।আপনারা মায়ের কাছে যান।তিনি

সব ঠিক করে দেবেন।মহারাজের কাছ থেকে ঠিকানা নিয়ে

তারা জয়রামবাটি এসে মায়ের পায়ে আত্ম সমর্পণ করেন।

করুণাময়ী মা বললেন,”দেখ বাছা,মন্ত্রে ভুল থাকলে ইষ্ট এর

বদলে অনিষ্ট হতে পারে।ওই জন্য ই তোমরা মনে শান্তি পাচ্ছ না।আমি সব ঠিক করে দিচ্ছি।”মা মন্ত্র সংশোধন করে দিলেন।তাদের মনে আনন্দের সীমা রইল না।মনে অপার

শান্তি এবং অপার আনন্দ নিয়ে ভুবনেশ্বর রাজা মহারাজের

সাথে দেখা করে দেশে ফিরে গেলেন।

সত্যিই আমাদের মায়ের অসাধ্য কিছুই নেই।

জয় মা,জয় মা।

TAKEN FROM FACEBOOK

PUBLISHED BY SHRUTI ADHYA KUNDU MARKETING OFFICER OF SYCN


Spread the love