<Sri Yoga Center Kunarpur – Vedic Yoga, Indology & Cultural Research ="https://gmpg.org/xfn/11"> Sri Yoga Center Kunarpur – Vedic Yoga, Indology & Cultural Research স্বামী বিশুদ্ধানন্দজীর পথোপ্রদর্শন - Sri Yoga Center Ashram's Blog

স্বামী বিশুদ্ধানন্দজীর পথোপ্রদর্শন

Spread the love

ঠিক কুকুরের মতাে তাঁর দরজায় পড়ে থাকতে হবে। এটাই তাে পুরুষকার, তারপর কৃপা আসবেই। পড়ে থাকতে দেয় না আমাদের সংস্কার — ‘ভ্ৰাময় সবর্ভূতানি’। কিন্তু চেষ্টা তাে করতেই হবে, উদ্যম চাই। তুমি যে-অবস্থাতেই থাকো, তার দরজায় পড়ে থাকো। তবে তাে তিনি ধুয়ে মুছে সাফ করে নেবেন! মা যেমন পরিষ্কার করেন ছেলেকে। ছেলে তাে নিজে নিজে কিছু করে না, সে শুধু মা-মা বলে ডাকে, কাঁদে। তােমাকেও তাঁর কাছে পবিত্র হয়ে যেতে হবে না, যা করবার মা-ই করে নেবেন। তুমি শুধু একান্তভাবে তাঁর শরণাগত হও। এটা তাঁর গুহ্যতম উপদেশ। আবার দেখাে, বলছেন একদম অযাচিতভাবে। তাঁর কী অপার করুণা ভাবাে!

– স্বামী বিশুদ্ধানন্দজী

সংগৃহিত

PUBLISHED BY SHRUTI ADHYA KUNDU MARKETING OFFICER OF SYCN


Spread the love