This is not composed by any one of this blog. Hats off the the extraordinary composer of this poem.
Pic. Collected from the Google with regards to the photographers.
হিমা
হিমা তুমি যতই ছোটো
ধোনির মতন পারবে না,
তোমায় নিয়ে চায়ের দোকান
হাজার বুগনি মারবে না
সাফল্য Virat বড়
তোমারটা আর বিরাট কি?
এই দেশে একটা খেলা
বাদবাকী সব ইয়ার্কি
হিমা তুমি যতই ঘামো
যতই চোয়াল শক্ত করো,
জেনে নিও track এর থেকে
বাইশ গজ টা অনেক বড়!
Media তোমায় নিয়ে
ব্যস্ত তো নয় লম্ফঝাঁপে,
শিরোনামে কে আর বলো
যত্ন করে নামটা ছাপে!
হিমা তুমি বড্ড বোকা
ছুটতে ছুটতে হাঁফিয়ে মর,
কেন যে আমার দেশে
তোমরা এমন ভুলটা করো!
তবুও কেউ কেউ ঠিক
তোমায় চেনে কোনির মত,
টের পায় তোমার খিদে,
তোমার জ্বালা,তোমার ক্ষত…
এই যে এখন বসে
লিখছি আমি নানান কথা,
স্ট্যাটাসে করছি শেয়ার
একটা সোনার মেয়ের ব্যথা…
হিমা তুমি ছুটতে থাকো
আমার হয়ে দিগন্ততে,
তেরঙা পাখনা মেলুক
ছুটতে থাকা তোমার হাতে,
হিমা তুমি ভীষণ চেনা
অজস্র মুখ হাড়হাভাতের,
যারা থাকে অন্ধকারে
চিন্তা একটু ডাল আর ভাতের,
হিমা আমি তোমার দলে
তোমার জন্য গর্ব আমার,
হিমা তুমি স্বপ্ন দেখাও
যেই পৃথিবীর যৌথ খামার.
Related link. https://en.m.wikipedia.org/wiki/Hima_Das


Corporates are deciding everything. After analyzing the consumer behaviour, creating advertising and it’s changing human wants also. I am guessing that Hima Das will get some milage from ADIDAS as her surname is DAS which is commensurate with ADI + DAS. Let see what next….
Great achievement by Hima Das.
Heartiest Congratulations to Hima Das. She made India proud with her awesome achievement in International Track & Field segment. Waiting for more laurels for India through her stupendous performances….