শ্রীরামকৃষ্ণ (( ঈশ্বর লাভই জীবনের মূল লক্ষ্য ))

🍀🍂ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য ৷ আমরা গাড়ি-ঘোড়া, ভালো বাড়ি ইত্যাদি লাভের জন্য জন্মাইনি ৷ সাধন-ভজনের দ্বারা ভগবানকেই লাভ করতে হবে ৷ ভগবান এক জনই, কিন্তু বিভিন্ন তাঁর নাম ও রূপ ৷ দক্ষিণদেশে বিষ্ণুর ভক্ত শিবের মন্দিরে যাবে না ; আবার শিবের ভক্ত বিষ্ণুর মন্দিরে যাবে না ৷ আমাদের ক্ষুদ্র মন নিয়ে অনন্তকে কি করে বুঝব ?

 

ভগবান অতি দুর্লভ জিনিস ৷ তিনি টাকাকড়ি বা পদমর্যাদা দেখেন না ; শুধু প্রাণের কথা শোনেন ৷ তাঁর কাছে ছোট ছেলের মতো আবেদন-নিবেদন জানাবে ৷ তাঁর দয়াই আসল ৷ সাধন-ভজন একটুও করলে তিনি এগিয়ে আসেন ৷ নিজে যতটুকু পার চেষ্টা করে যাও ৷ পূর্ব দিকে যত এগোবে পশ্চিম ততই পেছনে পড়বে ৷ সংসারের আসক্তি ততই ধীরে ধীরে কমে আসবে ৷ উইপোকা দেখেছ না ? দেখতে কত ছোট, কিন্তু চেষ্টার ফলে কতবড় ‘ঢিপি’ তৈরি করে ফেলে ৷ তাই প্রয়োজন — চেষ্টা ও আন্তরিকতা ৷ জোয়ার এলে অার দাঁড় টানতে হয় না ৷ হাওয়া পেলে পাল তুললেই হলো ৷

 

ঠাকুর দয়া করে মানুষের শরীর ধরে এসেছেন ৷ তিনি পরমগুরু ৷ তাঁর মধ্যেই সব ভাব রয়েছে ৷ তাঁর স্থূল শরীর চলে গেলেও তিনি সূক্ষ্মশরীরে ভক্তহৃদয়ে এখনো রয়েছেন ৷🌷🙏

 

— স্বামী মাধবানন্দ ৷

Continue reading “শ্রীরামকৃষ্ণ (( ঈশ্বর লাভই জীবনের মূল লক্ষ্য ))”