স্বামী বিশুদ্ধানন্দজীর পথোপ্রদর্শন

ঠিক কুকুরের মতাে তাঁর দরজায় পড়ে থাকতে হবে। এটাই তাে পুরুষকার, তারপর কৃপা আসবেই। পড়ে থাকতে দেয় না আমাদের সংস্কার — ‘ভ্ৰাময় সবর্ভূতানি’। কিন্তু চেষ্টা তাে করতেই হবে, উদ্যম চাই। তুমি যে-অবস্থাতেই থাকো, তার দরজায় পড়ে থাকো। তবে তাে তিনি ধুয়ে মুছে সাফ করে নেবেন! মা যেমন পরিষ্কার করেন ছেলেকে। ছেলে তাে নিজে নিজে কিছু করে না, সে শুধু মা-মা বলে ডাকে, কাঁদে। তােমাকেও তাঁর কাছে পবিত্র হয়ে যেতে হবে না, যা করবার মা-ই করে নেবেন। তুমি শুধু একান্তভাবে তাঁর শরণাগত হও। এটা তাঁর গুহ্যতম উপদেশ। আবার দেখাে, বলছেন একদম অযাচিতভাবে। তাঁর কী অপার করুণা ভাবাে!

– স্বামী বিশুদ্ধানন্দজী

সংগৃহিত

PUBLISHED BY SHRUTI ADHYA KUNDU MARKETING OFFICER OF SYCN