শ্রীমদ্ স্বামী অখণ্ডানন্দজী মহারাজ

Spread the love

কিঙ্কর রামেশানন্দজী( রামেশ্বর ডাগা) লিখছেন :
বৃন্দাবনে জে কে পরিবারের মন্দিরে দীর্ঘদিনের অতিথি ছিলেন ভারত বন্দিত মহাত্মা—-শ্রীমদ্ স্বামী অখণ্ডানন্দজী মহারাজ | তিনি ছিলেন ভগবদ্দ্রষ্টা সর্ব্বশাস্ত্রজ্ঞ মহাপুরুষ | সেবার তাঁর জন্মোৎসব এ তাঁর বিরাট আশ্রমে ভারতপূজ্য শঙ্করাচার্য্যজী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন অসংখ্য বিদ্বান ও সন্তমন্ডলী | জে কে পরিবারের সঙ্গে পূজ্য অখণ্ডানন্দজীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল | জে কে পরিবারের গৃহবধূ এ দাসের কনিষ্ঠা কন্যা সুনন্দা প্রসঙ্গক্রমে অখণ্ডানন্দজীর কাছে জানায় যে সে শ্রীশ্রীবাবার কৃপাশ্রয় লাভে ধন্য | স্বামীজী সঙ্গে সঙ্গেই গভীর আকুতি নিয়ে জিজ্ঞাসা করলেন—-“তাহলে তোমার মাথায় যখন তিনি হাত দিয়েছিলেন, তখন তোমার নিশ্চয় কিছু অনুভূতি হয়েছিল?” শ্রীশ্রীবাবার উপর তাঁর কি অবিচলিত বিশ্বাস! একবার বোম্বেতে ভুলাভাই অডিটোরিয়াম এ সহস্র সহস্র শ্রোতৃমণ্ডলীর কাছে প্রবচন করছিলেন অখণ্ডানন্দজী | প্রভুকে কোন ভক্ত সেখানে নিয়ে যান | স্বামীজী স্বতঃপ্রবৃত্ত হয়ে শ্রীশ্রীবাবার একটি হাত নিজের মস্তকে তুলে নিয়ে সমবেত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বললেন,—“ইনকা হাত জিসকে মাথে পর জায়েগা, উসিকা কল্যাণ |”
*** মহাত্মা প্রভুদত্ত ব্রহ্মচারীজী একবার “জাহ্নবীকুঞ্জে ” শ্রীশ্রীবাবার দর্শনে এলেন | বাবার নিয়মানুসারে তাঁকে চৌকিতে বসানো হল | বাবা বললেন,—“ব্রহ্
মচারীজীর চরণ ধুইয়ে দে |” শ্রীমৎ প্রভুদত্তজী প্রবল আপত্তি জানালেন—-“শ্র
ীভগবানকা সামনে চরণ নেহি ধোলায়েগা |” শ্রীশ্রীবাবা আবার একই আদেশ করলেন | ওঁর কিন্তু সেই প্রতিজ্ঞা | শ্রীশ্রীবাবার সম্মুখে চরণ প্রক্ষালন করতে দিলেন না |
****বিশ্ববিশ্রুত মহাত্মা “Divine Life Society ” র কর্ণধার শ্রীমদ্ চিদানন্দজী মহারাজের ও শ্রীশ্রীবাবার প্রতি ভক্তির তুলনা ছিলনা | শ্রীশ্রীবাবাকে তিনি গুরুবৎ শ্রদ্ধা করতেন, দণ্ডবৎ প্রণাম করতেন, আর বলতেন, ” আপনি ও আমার দীক্ষাদাতা আচার্য্য আমার কাছে অভিন্ন |”হৃষিকেশ আশ্রমে বাসন্তী পূজা বা দুর্গাপূজার সময় শ্রীমদ্ চিদানন্দজী হৃষিকেশে অবস্থান কালে সশ্রদ্ধভাবে উপস্থিত থাকতেন | একবার ওঁকে নিমন্ত্রণ করতে গেছি, তারকদাও( তৎকালীন সংঘ সর্ব্বাধীশ) সঙ্গে আছেন | গিয়ে দেখি শতাধিক বিদেশী দীক্ষার্থী এসেছেন | আমাদের আবেদন শুনে স্বামীজী সশ্রদ্ধভাবে বললেন —” দেখুন যাবো | তবে এতজন রয়েছেন এখানে——any way I shall pinch out some time “. শ্রীমদ্ চিদানন্দজী এসেছিলেন শুধু নয়, শ্রীশ্রীবাবার ধ্যানকক্ষের সম্মুখে ধ্যানস্থ হয়ে তিনি দন্ডায়মান থাকতেন ও শ্রীশ্রীবাবার উদ্দেশ্যে পরে শ্রীশ্রীবাবার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণতি জানাতেন দীর্ঘক্ষণ | এটি তাঁর দীর্ঘ অনুসৃত অভ্যাস |শ্রীশ্রীবাবাকে তিনি শ্রীভগবানের অবতার বলেই মান্য করতেন | এক প্রবন্ধে লিখেছেন ” Baba’s advent and presence in this age is of utmost significance to India as well as the whole world…….After several centuries Babajee has now come to revive and give fillip to this all important saving and liberating work commenced by Mahaprabhu….. Boloved Babajee is verily “Namabatara”.

সূত্র —জয় রাজরাজেশ্বর !!
by– Aniruddha Chakraborty

Spread the love