নারী জাতি 🌺🌺

Spread the love

🌺🌺🌺আবার প্রমাণিত হইল, নারী শক্তির পূজা ভিন্ন কোন কিছুই উন্নতি হতে পারে না। প্রথমেই নারী শক্তির পূজা চাই।

💥💥💥রাম জন্মভূমি অযোধ্যাতে রামচন্দ্র কে প্রতিষ্ঠার পূর্বে ভূমি পূজার পূর্বে, তান্ত্রিক মতে রামচন্দ্রের পূজার আগে, ভগবতী দেবী কালীকাদেবীর তান্ত্রিক মতে পূজা করা হইল

। ভগবতীদেবী কালীকা র জয়ের সঙ্গে সঙ্গে মহালক্ষ্মী ও মহাসরস্বতী র ও জয় দেওয়া হয়েছে। তাইতো আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখিয়ে গেলেন, কিভাবে নারী জাতিকে শ্রদ্ধা ও সম্মান জানাতে হয়।

শাস্ত্রে ও রয়েছে:-

“যে গৃহে নারীগণ পূজিতা হন, সেই গৃহে দেবতাসকল ও সানন্দে আগমন করেন, আর যে গৃহে নারীগণ বহুমান লাভ না করেন, সে গৃহে দেবতাদিগের উদ্দেশ্যে অনুষ্ঠিত যাগ-যজ্ঞদি কোন ক্রিয়াই সুফল প্রসব করে না।”

 

“যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ।

যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ।।”…মনু,৩/৫৬

——————————

“জায়ার ভিতরে আত্মস্বরূপিনী দেবী বর্তমানা বলিয়াই লোকের জায়াকে এত প্রিয় বলিয়া বোধ হয়।”

 

💮🪔💥”ন বা অরে জায়ায়ৈ কামায় জায়া প্রিয়া ভবত্যাত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি।”….. বৃহদারণ্যক, ২য় অধ্যায়, ৪ র্থ ব্রাহ্মণ, ৫

🧎📿🌷🌺ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও এই নারীশক্তিকে সম্মান প্রদর্শন করে শ্রদ্ধায় অবনত করে, এই নারীশক্তি ত্রিজগৎ প্রসবিনী শক্তিকে কালে বিরাট নারীমূর্তিস্বরূপে কল্পনা করিয়া তদবলম্বনে জগন্মাতার উপাসনা করিয়া কৃতার্থ হইলেন।

স্বামীজী ও বলেছিলেন, যে দেশের নারী জাতিকে সম্মান প্রদর্শন করা হয় না সেই দেশ উচ্ছন্নে গেছে, নারী শক্তির পূজা ভিন্ন কোন দেশ বা জাতি উঠিতে পারে না। শক্তির প্রতীক এই নারী।

✍️জয় ঠাকুর, জয় মা ,জয় স্বামীজি সকলের মঙ্গল করো🪔🪔🪔

((সংগৃহীত))

PUBLISHED BY SHRUTI ADHYA KUNDU 

MARKETING OFFICER OF SYCN..


Spread the love