|| অঙ্কন কথা || পর্ব – ৪

Spread the love

ড্রয়িং ইম্প্রুভ (উন্নতি) কিভাবে করব?

 

ড্রয়িং ইম্প্রুভ (উন্নতি) করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো প্রতিনিয়ত স্কেচ বা ড্রয়িং প্র্যাকটিস করা। আমরা যদি প্রতিনিয়ত স্কেচ করি তাহলে আমাদের ড্রইং এর দক্ষতা ইমপ্রুভ হবে এবং আমাদের ড্রইং এর লাইন আরো দৃঢ় হবে। তারজন্য একজন আর্টিস্টের কাছে সর্বদাই কয়েকটা পেন্সিল আর একটা ড্রয়িং প্যাড থাকা অত্যাবশ্যক। আমরা যেখানেই যায় না কেন কোথাও ঘুরতে বা বেড়াতে সেখানে আমরা আমাদের সাথে ড্রয়িংপ্যাড ও পেন্সিল নিয়ে যেতে পারি এবং আশে পাশের মানুষজন ও প্রকৃতির বিষয় অভ্যাস করতে পারি। আমরা যত বেশি পেন্সিল ব্যবহার করব আমাদের ড্রইং এর লাইন তত বেশি ইম্প্রুভ হবে। স্কেচ এমন একটি পদ্ধতি যেটা আমরা যেখানে ইচ্ছা করতে পারি, এমনকি  বাসে বা ট্রেনে যাত্রা করার সময় এক একটা অবজেক্টকে নিজের ড্রইং প্যাডে খুব শীঘ্রই এঁকে ফেলতে পারি, প্রথম প্রথম একটু অসুবিধা হলেও প্র্যাকটিস করার সাথে সাথে ড্রইং এর স্পিড এবং যে কোন অবজেক্টকে খুব শীঘ্র ধরে ফেলার ক্ষমতা বৃদ্ধি পায়। তাই যারা ছবি আঁকা শিখছেন এবং ছবি আঁকেকে আরো ইম্প্রুভ করতে চান তাহলে আপনার সাথে সর্বদা একটি পেন্সিল ও ড্রইং প্যাড অবশ্যই রাখবেন।

 

**পরবর্তী পর্বে আমরা খুব তাড়াতাড়ি কিভাবে কোন অবজেক্টকে কিভাবে স্কেচ করা হয় সে বিষয়ে আলোচনা করব।

[Content subject to copyright]

Written by Bachchu Chanda (Master’s of Fine Art, Kolkata)

 


Spread the love